আস্তিকতার প্রেক্ষিতে জন্মদান বিরোধের যৌক্তিকতা...

এক জন্মদানবিরোধী
0




আদম,হাওয়াকে সৃষ্টি করে স্বর্গে বাস করতে দেয়া হয়,একথা আমরা সবাই জানি।এবং এক পর্যায়ে তাদের পাপের জন্য এই পৃথিবীর নামক গ্রহটি তাদের  নির্বাসনের জন্য তৈরি করা হয়।আর তাদের নির্বাসিত করা হয়।তাদের নির্বাসনের জন্য দায়ী ঈশ্বরের নিষেধ ভুলে গন্দম ফল (জ্ঞানফল)খাওয়া  বা আদি পাপ।আর তার শাস্তিস্বরূপ তাদের নির্বাসিত করা হলো মর্ত্যে।যা স্বর্গের পুরোপুরি বিপরীত।এবং এখানে তাদের শাস্তিস্বরূপ ঠিক করে দেয়া হলো বেঁচে থাকার জন্য খাদ্যের সংগ্রাম এবং নানাবিধ দুঃখ,যন্ত্রণা ও অমরত্বের পরিবর্তে অবধারিত মৃত্যু।এই অভিশপ্ত নগরীর অবসান যদি তাদের পর্যন্তই শেষ হয়ে যেত তাহলে কেমন হতো?তাহলে এই পৃথিবীই থাকতো না এবং সাথে থাকত না এই পৃথিবীর কোনো দুঃখ,বেদনা,যন্ত্রণা,হানাহানি সংঘর্ষ।এমনকি দরকার পড়ত না স্বর্গও,নরকের।


কিন্তু আদমকে বলা হলো তার পাপ মোচনের জন্য সন্তান জন্ম দিতে।এবং তাদের বলা হলো তাদের ভবিষ্যৎ সন্তানেরা স্বর্গেও যেতে পারে,তাদের জন্য প্রেরিত ত্রাণকর্তারা(অবতার,নবীরা) এসে তাদের পাপ হতে মুক্ত করবেন তার মাধ্যমে।আর ঈশ্বরের সেই নির্দেশ পালন করার মাধ্যমেই অভিশপ্ত এই পৃথিবীতে সন্তান জন্মদানের মাধ্যমে সকল দুঃখ,কষ্টের বিস্তার ঘটাল আদম এবং হাওয়া।অথচ স্বার্থপর,নির্বোধ,বুদ্ধিহীন আদম,হাওয়া যদি জন্মদান না দিত তাহলে কোনো ত্রাণকর্তার প্রয়োজন পড়ত না, কেননা কোনো মানুষ না থাকলে কাকে মুক্তি দিতো তারা,দরকার পড়ত না হাশরের,এবং জান্নাত,জাহান্নামের।আর যাদের আদম এই অভিশপ্ত পৃথিবীতে জন্ম দিল,তাদের কি দোষ ছিল তাদের কোন্ অপরাধে দণ্ডিত করে এই অভিশপ্ত,অভাব,অনাটনে জরাজীর্ণ পৃথিবীতে ঈশ্বর পাঠালেন?তার এমন ইচ্ছার আদমের মাধ্যমে বাস্তবায়নের  জন্য আমাদের যত সব যন্ত্রণা পোহাতে হবে কেন এবং শেষে পরকাল অনন্ত শাস্তি?শাস্তির কথাই বলছি কেননা এখনো পৃথিবীতে ধার্মিকের তুলনায় অধার্মিকের সংখ্যা বেশি।


যাইহোক, আদম ও হাওয়া কি স্রষ্টার কাছে মাটি হতে এই দুঃখভোগের জন্য তাদের সৃষ্টি করতে অনুরোধ করেছিল?বা অনাগত নিষ্পাপ,নিরপরাধেরাই করেছিল বা করে কি?আমরা কি একা একা জন্ম নিতে পারি?আমাদের জন্মের  ব্যাপারে আমাদের ইচ্ছার যদি কোনো ভূমিকাই না থাকে,আমরা যদি আমাদের জন্মের জন্য ঈশ্বরকে কোন অনুরোধ না করে থাকি,স্রষ্টা যদি নিজের ইচ্ছায় আমাদের সৃষ্টি করে থাকেন,তাহলে কেন তিনি আমাদের মানুষ হিসেবে সৃষ্টি  না করে জড়বস্তু হিসেবে সৃষ্টি করলেন না।আমাদের চিন্তার মিথ্যা ইচ্ছা,বা স্বাধীনতা কেন দেয়া হলো,যা সীমাবদ্ধ?এবং তা দিয়েই বা কেন আমাদের স্বাধীনতাকে পাপী বললো।এর থেকে জড়বস্তু হলে কোন স্বাধীন ইচ্ছাও থাকতো না,কোন পাপও আমাদের দ্বারা সংঘটিত হতো না,এবং হতো না কোন বিচার বা পেতাম না কোন শাস্তি।এ জীবন কেন আমাদের দান করা হলো যদি তা যন্ত্রণাপূর্ণ  মৃত্যুর মাধ্যমে ছিনিয়ে নেয়া হবে?কেন এ জীবনকে চাপিয়ে দেয়া হলো আমাদের উপর?


তাছাড়া পাপ যা করে তাতো আমাদের জীবনচৈতন্য করে, আমাদের দেহো তো কিছু করে না।তবুও আমাদের দেহ এবং জীবনচৈতন্য(সত্তা) কেন একই সঙ্গে বিনষ্ট হবে না।তবে কি আমাদের ঈশ্বর পরোতে পরোতে শাস্তি দেয়ার জন্য সৃষ্টি করেছেন।তার শাস্তির এমন দুর্বোধ্য বিভেদ কেন?


পাপ করলেন হাওয়া এবং আদম।অথচ দুজন মানুষের পাপের জন্য কেন সমগ্র মানবজাতি কোন দোষ না করেই অভিশপ্ত হবে?এবং কেন আমরা বা আপনি কেনই সেই ধারা অব্যাহত রাখছেন?অপরাধ যা করার হাওয়া এবং আদম করেছেন। তাদের জন্য যাদের এখনো জন্মই হয়নি সেসকল নিরপরাধ মানুষেরা কেন বেহেস্তে বা জান্নাতে যাওয়ার পরীক্ষা দেবে?ঈশ্বরের এহেন ইচ্ছা আদম,হাওয়ার মাধ্যমে বাস্তবায়িত করাটা কতটা ন্যায়সঙ্গত?আদম,হাওয়া জ্ঞানবৃক্ষের জ্ঞানফল(গন্দম) খেলো অথচ তারা জ্ঞানী হলো না।যদি হতো তাহলে তারা তাদের মৃত্যুর মাধ্যমে কোনো সন্তান জন্মদান না দিয়ে পৃথিবীর সকল দুঃখ,দুর্দশার জন্মই বন্ধ করে দিতে পারত।কেননা মানুষ না থাকলে সুখ,দুঃখ,আনন্দ,বেদনা,যন্ত্রণা,আর্তনাদ,বিশৃঙ্খলা,অপরাধ, এবং হাশর,জান্নাত বা জাহান্নাম কিছুরই প্রয়োজন পড়ত না।


তাছাড়া ঈশ্বরের শাস্তিই বা এমন অবিবেচক কেন?ঈশ্বর অনন্ত,অমর।কিন্তু তার রোষও কি অনন্ত, অমর?তা নাহলে আদম,হাওয়ার পাপের জন্য কেন নিষ্পাপীদের তাদের মাধম্যে জন্ম দেয়ালেন ও সেভাবে বংশবিস্তার করালেন,করাচ্ছেন এবং কেনই বা তাদের পরীক্ষা নিয়ে কাউকে স্থায়ী জান্নাতে এবং কাউকে অনন্ত জাহান্নামে পাঠাচ্ছেন?আদম,হাওয়া পাপী তাই তারা শাস্তিস্বরূপ পৃথিবীতে আসলো কিন্তু তারা যাদের জন্ম দিল তাদের কোন্ অপরাধে তাদের ঈশ্বর ধরাতে পাঠালেন?এবং তাদের পরীক্ষা নিচ্ছেন এবং তাদের অনন্ত শাস্তি দিবেন বলে ঠিক করেছেন(তা নাহলে সে দোযখ বানাতেন না)।তাহলে তাকে কেন পরমদয়ালু বলে এবং সুবিবেচক বলে আখ্যা দেয়া হয়।যেখানে তিনি অন্যের পাপের জন্য জন্ম না হওয়া নিষ্পাপ,নিরপরাধদের পৃথিবীতে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছেন এবং তাদের অনন্ত শাস্তি দিবেন?কিভাবে তিনি সুবিবেচক হলেন?




লিখেছেন : রিসাদ রনি



🌼জন্মদানবিরোধী 🌼




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top