মৃত্যুর অধিকার

এক জন্মদানবিরোধী
0

 


পিতামাতা হওয়ার পর একটা ব্যক্তি মানুষ প্রথম যে জিনিস হারায় তা "নিজ আমিত্ব সত্ত্বা", পিতামাতার জীবন আর তাদের একক জীবন থাকে না।  মৃত্যু অনিবার্য, এতটুকু সবাই নিশ্চিত। হয়ত ব্যপারটা নিয়ে কেউ কেউ কম ভাবি, এতে কারো দ্বিধা নেই যে জন্মালে মরতে হবে। জন্মগ্রহণের অধিকার নিয়েতো প্রচুর কথা বলি বলেছি বা বলতে থাকবো, কিন্তু মানুষকি মৃত্যুর অধিকার রাখতে পারে? 

ততক্ষণ পর্যন্ত একটা সত্ত্বা নিজ মৃত্যু অধিকার রাখে যতক্ষণ সে একক ব্যক্তি সত্ত্বা থাকে। পিতা মাতা হওয়ার পর একটা ব্যক্তি মানুষের জীবন সন্তানের জীবনের সাথে বেশি জড়িত।  আপনার সন্তান আপনার থেকে নয় আপনার মাধ্যমে জন্মায়, তার উপর কোন অধিকার খাটানোর সামর্থ্য আপনার নেই। কিন্তু তার আছে, কারণ তার জীবনের সকল সুখ, দুখ, বেদনা, অসড়তা সব কিছুর জন্য দায়ী আপনি। জীবন কখনো পরিকল্পনায় চলে না, সকল প্রত্যাশা জীবন মিথ্যে করে দেয়। পেরেছি কেউ এখনো পর্যন্ত মৃত্যুকে জয় করতে? পারি নিতো, পারবোও না! আপনি জানেন না, কাল রাস্তায় গিয়ে গাড়ি চাপায় আপনার মৃত্যু হবে কি হবে না,  করোনার মতোই কাল নতুন রূপে ভিন্ন প্যান্ডেমিকে " মৃত্যু" ভয়ে বাসায় চুপটি মেরে বসবেন কি না। ধরুন কাল আপনি মারা গেলেন, আপনার সন্তানের সব থেকে যেটা জরুরি আপনাকে কাছে পাওয়া। আপনার কোন অধিকার নেই, একটা মানুষকে জন্ম দিয়ে পিতা/মাতাহার করার।  তাকে তার কাছের মানুষ থেকে বঞ্চিত করার।  অনিশ্চয়তার কথা এজন্যই বলা আপনি আমাকে প্রতিশ্রুতি দিন আগামী ত্রিশ বছর সন্তান জন্মানোর পর আপনি মরবেন না, সন্তানের মৃত্যু পর্যন্ত বা সন্তান যতদিন চায় ততদিন বেচে থাকবেন। দিন প্রতিশ্রুতি! 


পৃথিবীতে সকল মানুষ মৃত্যুর অধিকার রাখে, রাখে না শুধু পিতামাতা। যতক্ষণ না পর্যন্ত তার সন্তান তাকে সেই অনুমতি বা অধিকারটা দেয়!

তাই সব সময় বলি, মানুষ একইসাথে দুটো ভিন্ন জীবন বয়ে চলতে পারে না!




লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top