আত্মহত্যা

এক জন্মদানবিরোধী
0


 

একটি ঝুলন্ত অথবা বুলেট বিদ্ধ লাশ,

অথবা ঔষধ বা বিষের ক্রিয়ায় নিথর একটি দেহ!

ওরা ভেঙে যাওয়া কণ্ঠে গোঙাচ্ছে,

এক নিরানন্দ,নিশ্চুপ নিরবতা,

সাথে মস্তিষ্কের অবিরত একটি প্রশ্নের পিছে ধাওয়া,

কেন?

আবার চিৎকার।

অতঃপর,তারা কিছু কারণ নির্ণয়ে,

ময়নাতদন্তের রিপোর্ট আনল সবার সামনে-আত্মহত্যা।

তা থেকে রায় দেয়া হলো-আত্মহত্যা নাকি

মানসিক অসুস্থতা!

অথচ মেধা বলে সেরা মানুষে নিজেকে জাহির করে,

একা কয়েক কোটি মানুষের অন্নের মজুদ রাখা নাকি সুস্থতা!

মটরযানে বসে থেকে ক্ষুধার্ত শিশুকে পাঁচ-দশ টাকা

ছুড়ে মারা সুস্থতা!

যখন একটি বৃদ্ধা মাথা ইটের নিচে দিয়ে কোন রকম রাত পার করছে ভোরে কিছু খেতে পাবে ভেবে,

সে সময় বিলাশ বহুল অট্টালিকায় উদরে দু পেগ মদ দিয়ে-ফেসবুক,টুইটারে মানবিকতা প্রচার করা নাকি সুস্থতা!

সমাজের এতসব আহাজারি,দুর্দশাকে দূরে রেখে

শুধু নিজেকে নিয়ে,শুধু নিজের উন্নতির দ্বারা অন্যকে 

শোষণ করা নাকি সুস্থতা!

বিশ্বাস করুণ হে মানবকুল আমি আপনাদের থেকে দুর্বল হয়ে জন্মাতে চাইনি,

এখানে আমার কোন হাত নেই-দোষ নেই।

বিশ্বাস করুণ আমার এতসব অসুস্থতায়

শুধু নিজেকে নিয়ে পরে থাকার মত হৃদয় আমি গড়তে পারিনি।

বিশ্বাস করুণ হে মানবকুল-হে ঈশ্বর আমি এমন পৃথিবী চাইনি,

এমন জীবন চাইনি।

বরং আমার এমন জীবনের জন্য দায়ী আপনারা,

আপনাদের শৃঙ্খল আদতে শ্রেণি বৈষম্যের বিশৃঙ্খল সমাজ,

আপনাদের শ্রেষ্ঠ হওয়ার অসুস্থ প্রতিযোগিতা,

আপনাদের দাম্ভিকতার দরুণ শোষণ।

এরপরেও কি আত্মহত্যা মানসিক অসুস্থতা?

নাকি আপনাদের অসুস্থতার অস্ত্রে হত্যা?





লিখেছেন : রিসাদ রনি



🌼জন্মদানবিরোধী 🌼


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top