ছাড়পত্র -- সুকান্ত ভট্টাচার্য

এক জন্মদানবিরোধী
0



এসেছে নতুন শিশু, তাকে
ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর
ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে
আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব
জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য
করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ়
অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে,
আমার দেহের রক্তে নতুন
শিশুকে 
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।(সংক্ষেপিত) 

উনি যদি ২১ বছর বয়সে মারা না গিয়ে বৃদ্ধ বয়সে মারা যেতেন তাহলে হয়তো উনি এটা  অনুধাবন করতে পারতেন যে,উনি শিশুর জন্য পৃথিবীকে বসবাসযোগ্য করার যেই দৃঢ় অঙ্গিকার করেছেন তা কেবলই স্বপ্ন।এই পৃথিবীতে কোনো প্রানের জন্ম দেওয়ার পরিবেশ কখনো ছিলোও না,এখনো নেই,আর হবেও না।

তবে একটা ব্যাপার ভালোলাগলো যে,উনি ওই যুগে(সেই সময়ে মানুষের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে তেমন কোনো মাথা ব্যথাই ছিলো না।এক এক দম্পতির কমপক্ষে ৪/৫ সন্তান থাকতো ওই সময়ে।) জন্মেও এটা অন্তত উপলব্ধি করতে পেরেছিলেন যে এই পৃথিবী শিশুর বসবাসের অযোগ্য। 
জন্মদান করার আরেক নামই মৃত্যু দান করা।






লিখেছেন : 🌷ফাতেমা ইসলাম🌷








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top