ধার্মিক

এক জন্মদানবিরোধী
0

 


পৃথিবীতে এত সমস্যা, অন্যায়-অত্যাচার, অপরাধ,নির্যাতন,খুন,গুম,লুণ্ঠন,চুরি,আহাজারি,জ্বালা,যন্ত্রণা, আত্মহনন,ধর্ষণ,ধর্ম-ধর্মবিরোধ,ঈশ্বরবাদী-নিরীশ্বরবাদী,উদাসীনতা,হতাশা, প্রেম-অপ্রেম, ভালবাসা-ঘৃণা,নানা দল,শ্রেণি, বৈষম্য,উপনিবেশবাদ,ধনী-গরিব ব্যবধান, নৈরাজ্য,দ্বন্দ্ব, দাঙ্গা, যুদ্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বিদ্যমান।


★এসব কি মানব সভ্যতা বিকাশের আগেও ছিল?মানে মানুষ যখন ছিল না তখনও ছিল ?


★মানব সভ্যতার পাশাপাশি কি এসবের নিঃশেষের পরিবর্তে আধুনিকায়ন হয়নি ?


★এসব কি ভবিষ্যতে সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়া সম্ভব ?


এসবের অস্তিত্বের মূল কারণ মানুষ। মানুষ আছে বলেই এসব আছে। আপনি যদি এইসব অন্যায়,অপরাধ/গুনাহ আর বাড়াতে না চান, মানবিকতার দিক দিয়ে নৈতিক হতে চান, তাহলে মানব সভ্যতাকে আর আগাবেন না।জন্মদান বন্ধ করে দিন। এটিই আপনাকে নৈতিক,মানবিক,ধার্মিক বানাবে।এটিই  একমাত্র বিলুপ্ত করে দিবে সকল কিছুর।


নৈতিক,মানবিক হবেন এই কারণে যে-আপনি নৈতিক এবং একজন মানবিক মানুষ হিসেবে যেহেতু চান পৃথিবীর সকল অন্যায়-অপরাধ,বৈষম্য,হানাহানি বন্ধ হোক। তাই আপনাকে দেখতে হবে এইসবের অস্তিত্বের উৎস কোথায়। এসবের উৎস মানুষের অস্তিত্ব।কেননা মানব সভ্যতার বিকাশমান হওয়ার আগে এইসব কিছুই ছিল না। এ-কথার সাথে আপনি দ্বিমত করতে পারবেন না।এমনকি এটাও অস্বীকার করতে পারবেন না এবং আশ্বাস দিতে পারবেন না যে সভ্যতার উন্নয়নের পাশাপাশি এইসব অন্যায় হয়ত থেমে যাবে। কেননা ইতিহাস তার সাক্ষ্য দেয় না,বরং ভিন্ন চিত্রই দেখায়।তাই আপনি যদি মানবিক দৃষ্টিকোণ হতে চান মানুষের উপর মানুষের নানাবিধ অন্যায়-অত্যাচার, বৈষম্য,যুদ্ধ বন্ধ হোক তাহলে জন্মদান বন্ধ করে দিন। কেননা মানুষ যখন ছিল না তখন এসব ছিল না, এবং মানুষ যখন থাকবে না তখন এসব থাকবে না। এবং এটিও আপনি দ্বিমত করতে পারবেন না।


ধার্মিক হবেন এই কারণে যে-আপনি জন্ম না দিয়ে কাউকে নরক থেকে রক্ষা করতে পারেন। যদিও বলতে পারেন জন্ম দিলে,স্বর্গেও তো যেতে পারে। এজন্য প্রথমে আমি স্বর্গ শব্দটি উল্লেখ করিনি।কেননা স্বর্গে যেতে হলে পরীক্ষায় পাশ করতে হবে। মানে একটা অনিশ্চয়তা থাকবে।তাকে অনিশ্চয়তায় না ফেলে সে যেখানে আছে সেখানে থাকলে তো তাকে পরীক্ষা, স্বর্গ-নরক এসবের কিছুর মধ্যেই পড়তে হবে না। এবং এই কারণেই আপনি ধার্মিক।কেননা আপনার কারণে কেউ নরক যাচ্ছে না। আপনার দ্বারা কোন মানুষ যেহেতু নরক হতে রক্ষা পাচ্ছে তাহলে আপনি ধার্মিক।





লিখেছেন : রিসাদ রনি



🌼জন্মদানবিরোধী 🌼


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top