জন্মদানবিরোধ কি জীবনের অবমূল্যায়ন?

এক জন্মদানবিরোধী
0
'


জীবন সুন্দর!' অথচ জন্মদানবিরোধীরা কেবল জীবনের খারাপ দিকটাই তুলে ধরে জীবনের অবমূল্যায়ন করে! - জন্মদানের পক্ষে থাকা লোকদের থেকে প্রায়ই এমন কথা শোনা যায়!
.


আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস! কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমরা আত্মহত্যা প্রতিরোধের কথা যতটা বলি, আত্মহত্যার কারণগুলি দূর করতে বা সেসব নিয়ে ভাবতে মোটেই সদিচ্ছা দেখাই না! কেউ একজন আত্মহত্যা করলে গুটিকয়েক লোক ছাড়া অধিকাংশই বলে 'লোকটা কাপুরুষ'/'এত তুচ্ছ কারণে মারা গেলো'/ 'জীবন কত সুন্দর বুঝলো না', 'জীবনের মূল্য বুঝলো না'! অর্থাৎ অধিকাংশ মানুষই মনে করে কারো পক্ষে জীবনের অবমূল্যায়ন করা সম্ভব!  কিন্তু তারা মূদ্রার অপর পিঠ নিয়ে ভাবতে একদমই নারাজ! জীবনের যদি অবমূল্যায়ন সম্ভব হয় তাহলে তো জীবনের অতি মূল্যায়নও সম্ভব। আমরা যেহেতু জৈবিকভাবে টিকে থাকা ও বংশধর রাখার অন্ধ দাসত্বে বন্দি, সেখানে জীবনের অতিমূল্যায়নই বরং স্বাভাবিক। তাই 'জীবন যন্ত্রণাময়' কথাটা জীবনের অবমূল্যায়ন হলে 'জীবন সুন্দর' কথাটা জীবনের অতিমূল্যায়ন!
.
আপনি হয়তো বলবেন আত্মহত্যা আর কয়জনই বা করে! গুটিকয়েক লোকের জীবনের অবমূল্যায়ন দিয়ে তো আপনি সবার জীবনকে মূল্যায়ন করতে পারেন না! অথচ বিশ্বে প্রতি বছর যুদ্ধ-জঙ্গী হামলা-সন্ত্রাসী কর্মকাণ্ড সব মিলিয়েও যত মানুষ মারা যায় না, তার চেয়ে বেশি মানুষ (প্রায় ১০ লাখ) আত্মহত্যা করে! আপনি নিশ্চয়ই মনে করেন না এ লোকগুলো 'জীবন সুন্দর' বুঝতে পেরে খুশিতে আত্মহত্যা করে‌!
কেবল এ বছর ৭৭ লক্ষ লোক না খেয়ে মারা গেছে, না খেয়ে মারা যাওয়ার কষ্ট আমরা কল্পনাও করতে পারবো? বিশ্বে ৮৪ কোটি লোক পুষ্টিহীনতায় ধুঁকে ধুঁকে বাঁচে, এদের জীবনকে আপনি সুন্দর বলবেন কেবল রেস্টুরেন্টে খেয়ে ছবি দেয়া কতিপয় স্বার্থপরকে দেখে? বিশ্বে ১০ কোটি মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়, ১০০ কোটির বেশি মানুষের একটা ভালো থাকার ঘর নেই, আপনি এদের জীবনকে সুন্দর বলবেন কেবল গুটিকয়েক স্বার্থপর ধনীর বাড়ির বিলাসবহুল ইন্টেরিয়র ডিজাইন দেখে? বিশ্বে ৮০ কোটি লোক নিরাপদ পানি পায় না! আপনি তাদের জীবনকে সুন্দর বলবেন? (বাংলাদেশে মাঝেমধ্যে পানির জন্য লাইন দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা, গ্যাসের জন্য রান্না করতে না পারা মানুষগুলোর জীবন আপনার কাছে সুন্দর মনে হয়?) বিশ্বে প্রতি বছর ৫৭ লাখ লোক ক্যান্সারে সহ কোটি লোক যন্ত্রণাদায়ক রোগে ভুগে মারা যাচ্ছে, তাদের জীবনকে সুন্দর মনে হয় আপনার? যারা শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জীবন সুন্দর বলবেন শো-অফ করা কিছু স্বার্থপর মানুষের আপাতদৃশ্য সুখ দেখে? যুদ্ধ বিধ্বস্ত দেশে যে মানুষগুলো প্রতিনিয়ত মৃত্যুর ভয় সাথে নিয়ে বাঁচতে বাঁচতে মরে যাচ্ছে, চোখের সামনে যারা তরতাজা সন্তান, আত্মীয়কে মরতে দেখছে, তাদের জীবনকে সুন্দর বলবেন উৎসবে বিভোর কিছু স্বার্থপরকে দেখে?
 কতিপয় স্বার্থপর মানুষের প্রদর্শনকৃত জীবনকে দেখেই 'জীবন সুন্দর' বলে দিচ্ছেন? বিশ্বে ত্বকের কালো রংয়ের জন্য, শরীরের আকৃতিগত ত্রুটির জন্য নিগৃহীত হওয়া কোটি নারী-পুরুষের দুঃখ উপেক্ষা করে সুদর্শন কিছু নারী-পুরুষের আপাতদৃশ্য সুখী জীবন দেখেই জীবন সুন্দর বলছেন? আপনি অন্যদের চেয়ে সুখে আছেন, অর্থাৎ অন্যের কষ্ট দেখে সান্ত্বনা বা আনন্দ খোঁজার মতো নিকৃষ্ট মানসিকতা নিয়ে'জীবন সুন্দর' বলছেন? জানি, 'জীবন সুন্দর' না ভাবলে, সবার দুঃখ নিয়ে ভাবতে গেলে আপনি সহজভাবে বাঁচতে পারবেন না, কিন্তু 'জীবন সুন্দর' নামক মিথ্যাটা বলে নতুন কাউকে জীবন দেওয়া চরম স্বার্থপরতা ও ভন্ডামী ছাড়া তো কিছুই নয়!
.
যখন অধিকাংশ লোককে হাসির আড়ালে দুঃখ লুকাতে হয়, যখন বিশ্বের একটা বড় অংশ ডিপ্রেশনে ভোগে, তখনও বলবেন 'জীবন সুন্দর'? যখন গানে বলা হয়, 'আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছেই ছুটে আসি' তখনও কি মনে হয় আসলেই কেউ কষ্ট পেতে ভালোবাসে? দুঃখ কেউই কি ইচ্ছে করে পেতে চায়? আপনার তাই মনে হয়? যদি তা মনে না হয় তাহলে যা মানুষ এড়াতে চায়, জীবনে সেটা পেতে বাধ্য হওয়াটা কি আসলেই খুব সুন্দর? 
.
আপনি নিজের অনিচ্ছাতেই জীবন পেয়েছেন,  সেটার অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন না করে সেটাকে কাজে লাগান। পারলে বিদ্যমান অন্য কারো জীবনের দুঃখ একটু লাঘব করার চেষ্টা করুন, সেটুকুও না পারলে অন্তত নতুন কারো কষ্টের কারণ হবেন না, এমনটাই তো হওয়া উচিত!


লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top