জীবিনের ঝুঁকি

এক জন্মদানবিরোধী
0


জন্মদানে অনাগত শিশুর জীবিনের কিছু ঝুঁকি,

★শিশুটি প্রতিবন্ধী হতে পারে,

★শিশুটি ল্যাংড়া,খোড়া,জন্মান্ধ হতে পারে,

★শিশুটি হিজরা হতে পারে,

★শিশুটি উভকামী,সমকামী হতে পারে,

★শিশুটি মানসিক প্রতিবন্ধী হতে পারে,

★শিশুটি সম্পূর্ণ অচল(প্যারালাইজড) হতে পারে,

★শিশুটি মেধায় দুর্বল হতে পারে,

★শিশুটি স্বৈরাচারী শাসক হতে পারে,

★শিশুটি দারিদ্যতায় পিষ্ট শোষিত হতে পারে,

★শিশুটি বিদ্রোহী হতে পারে,

★শিশুটি চোর,ডাকাত হতে পারে,

★শিশুটি ধর্ষক হতে পারে,

★শিশুটি অত্যাচারী,খুনী হতে পারে,

‌‌~এবং শিশুটি যেমনই হোক না কেন,তার জন্য একমাত্র দায়ী আপনি। কেননা আপনিই তাকে জন্ম দিচ্ছেন।

আর এই সকল কিছুর শিকার শিশুটিই হবে,আপনি না।তাকে মৃত্যু পূর্ব পর্যন্ত এইসকল দুর্ভোগ পোহাতে হবে। 



লিখেছেন : রিসাদ রনি



🌼জন্মদানবিরোধী 🌼


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top