মৃত্যু উৎপাদন কারখানা

এক জন্মদানবিরোধী
0


পৃথিবীর প্রতিটি মা-বাবা-ই একটি শিশু জন্ম দেওয়ার সাথে সাথে শুধু একটি প্রাণের-ই জন্ম দেয় না;জন্ম দেয় একটি প্রাণহীন কফিনেরও...। 

জন্ম দেয় ক্ষুধা, দুঃখ,কষ্ট,দীর্ঘশ্বাস, পীড়া,দুর্দশা,

আর্তনাদের... 

জন্ম দেয় এক অভিশপ্ত সিসিফাসের জীবন!

জন্ম দেয় এক অভিশপ্ত শিকলাবদ্ধ প্রমিথিউসের..!

আর সেই অভিশপ্ত সিসিফাস প্রমিথিউসের মতো হাজারো সিসিফাসরা যেন আজও দুর্বিষহ বিভৎস আর্তনাদে  অনবরত কাঁপিয়ে তুলছে এই মৃত্যু উৎপাদন কারখানা....!

আর সেই আর্তচিৎকারের কম্পন যেন প্রতিনিয়ত সমগ্র বিশ্বের অণুতে অণুতে 

কামারের দুঃখের সম ভারী, 

অভাবে আত্মহত্যা কারী কৃষকের দুঃখের সম ভারী,

অভাবের যন্ত্রণা সইতে না পেরে সন্তান গলা টিপে হত্যাকারী গর্ভধারিনীর দুঃখের সম ভারী,

আগুনে পুড়ে বেচে যাওয়া শ্রমিকের দুঃখ-কষ্টের সম ভারী হাতুড়ির আঘাতে আঘাতে যেন এক স্যাডিস্ট বাস্টার্ডের ধর্ষকের বংশধরদের বলে যাচ্ছে ;

I didn’t tell anyone to bring from non-existence to sxistence, so why did you bring me to this fu*king world of misery??

And yes,you know, you haven’t done anything great.

You are all criminals,

you're all unforgivable,

 you're all inferior killers.

..........................


আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো;

একজন কৃষকের দুঃখের ওজন কতটুকু? 

এক জন ক্ষুধার্তের যন্ত্রণার ওজন কতটুকু? 

এক জন শ্রমিকের ঘামের মধ্যে কতটুকু বেদনা লুকানো থাকে?

একজন শরণার্থী শিশুর চোখের জলে কতটুকু আকাশ থাকে?

এক জন দুখী মানুষের দীর্ঘশ্বাস কতটুকু ভারী হয়?

কতটুকু দুঃখ যন্ত্রণা পেলে  একটা পৃথিবী অচিরেই মারা যায়..??



লিখেছেন:

©️জ য় ন্ ত 



উৎসর্গ - সকল জন্মদান বিরোধীদের🌺🌿 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top