কেন দীপ জ্বালিয়ে চলে যাচ্ছ?

এক জন্মদানবিরোধী
0

 


"শুধু শুধু ঈশ্বরকে দোষারোপ করো না,

সুখের আশাতে তুমিই দুঃখকে ডেকে এনেছো!

তুমি কেবল নিজের দোষেরই সাজা পাচ্ছ,

কেন দীপ জ্বালিয়ে(সন্তান জন্ম দিয়ে) চলে(মরে) যাচ্ছ?

তেল নেই তোমার, নেই বাতি,

নেই নিয়ন্ত্রণ বাতাসের উপর,

তবে কেন দ্বীপ জ্বালিয়ে চলে যাচ্ছ?

(বাঁচার উপযুক্ত পরিবেশ নেই, পরিস্থিতি, বিপদাপদের উপর নিয়ন্ত্রণ নেই, তবে কেন অনিশ্চিত জীবন দিয়ে যাচ্ছ?)

.

তোমার এই (জন্মদানের) ভুলের জন্য কাল লোকে (তোমার সন্তানের উপর) হাসবে,

তোমার প্রতিটি চিহ্ন (বংশধর) কলঙ্কের দাগ হয়ে পৃথিবীতে থাকবে,

কেন সংখ্যাবৃদ্ধির নিজস্ব স্বার্থে যন্ত্রণাময় জীবন দিয়ে জীবনগুলো ধ্বংস করে যাচ্ছ?

কেন দীপ জ্বালিয়ে চলে যাচ্ছ?

যখন তোমার তেল নেই, নেই হাওয়ার উপর নিয়ন্ত্রণ!"




মূল: কাইফি আজমী

লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top