কষ্ট এবং মৃত্যু নিশ্চিত

এক জন্মদানবিরোধী
0



অনেকেই বলে থাকেন 'আমার সন্তানকে আমি সব বিপদ আপদ থেকে আগলে রাখবো, একটা সুন্দর জীবন উপহার দিবো! এমনটা হলে সন্তান জন্ম দেয়াতে আপত্তি কেন করবেন?'
কিন্তু কথা হলো আপনার সন্তান কি কোনো জড় পদার্থ যে তাকে আগলে রাখতে পারবেন আপনি? ছেড়ে দিতে গেলে সে ভুল করে যন্ত্রণা পাবে আবার আগলে রাখতে গেলে স্বাধীনতাহীনতার যন্ত্রণায় তো ভুগবেই আবার আগলে রাখার ভুল পদ্ধতির জন্যেও বিভিন্ন ধরনের যন্ত্রণায় ভুগবে! 
আর দুঃখ থেকে আগলে রাখতে পারবেন আপনি?
.
আপনি জন্ম দিয়েই সন্তানকে আসলে মৃত্যু পরোয়ানা হাতে ধরিয়ে দিচ্ছেন যে, সে একদিন অবশ্যই মারা যাবে, সহজ করে বললে আপনি তাকে জন্ম দিচ্ছেন মারা যাওয়ার জন্যই! যদি তার মৃত্যুর ব্যাপার বাদও দিই, আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনি সন্তান বড় হওয়ার আগে মারা যাবেন না কিংবা আজীবন সন্তানের ভরসা হয়ে জীবিত থাকবেন? ছোটবেলায় বা যে কোনো বয়সে বাবা-মা হারানোর যন্ত্রণা কি তীব্র সেটা যারা হারায় তারাই বুঝতে পারে! আপনি হয়তো বলবেন আপনি ইচ্ছে করে তো মরে যাবেন না, কিন্তু আপনি মরে গেলে সন্তানের কষ্টের তীব্রতার কথা ভেবে আপনি সন্তান জন্মদান থেকে বিরত থাকতে পারতেন! যে মানুষগুলো সন্তান জন্ম দিয়ে মারা যায় সে মানুষগুলো আসলে এক একজন জঘন্য অপরাধী, নিজের বেঁচে থাকা অনিশ্চিত জেনেও সন্তান জন্ম দেয়ার আগে না ভেবে (এতিম) সন্তানের যন্ত্রণার জীবনের দায় এরা এড়াতে পারে কি? (আবার কিছু মানুষ সন্তানের উপর তার ইচ্ছে চাপিয়ে কিংবা দাম্পত্যকলহ ও বিচ্ছেদের ফলে সন্তানকে দুর্বিষহ জীবন দেয়ার দায় এড়াতে পারে না, তবে সেটা এই পোস্টের আলোচ্য নয়, কেননা এখানে কেবল পিতামাতার সদিচ্ছা থাকা সত্ত্বেও অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হচ্ছে।) 
.
আপনিও মারা গেলেন না ধরে নিলেও আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনার সন্তান তার কোন প্রিয় বন্ধু, প্রিয় মানুষকে তার জীবদ্দশায় হারানোর যন্ত্রণায় ভুগবে না কিংবা প্রিয় মানুষ হারানোর ট্রমা কাটিয়ে উঠতে পারবে? আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনার সন্তান ভুল প্রেমে পড়ে দীর্ঘস্থায়ী যন্ত্রণার মধ্য দিয়ে যাবে না কিংবা আপনার সন্তানের দাম্পত্য জীবন অসুখী হবে না? আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনার সন্তান কোনো দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে বা বিভৎস অভিজ্ঞতা লাভ করে আজীবন সেটার যন্ত্রণা বয়ে বেড়াবে না? আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনার সন্তান কোনো জটিল রোগ বা যন্ত্রণাদায়ক রোগে কষ্ট পাবে না? আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনার চেষ্টার ফলে আপনার সন্তানের সাথে খারাপ কিছুই ঘটবে না যা আপনি চান না তার সাথে ঘটুক?  আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আপনি আপনার সন্তানের জন্য যা ভালো মনে করবেন তাতে সে মন থেকে খুশিই হবে বা তা তার জন্য কল্যাণই বয়ে আনবে? 
.
আমার মনে হয় আপনি এমন কোনো নিশ্চয়তাই দিতে পারবেন না। কেননা মহাবিশ্ব অনিশ্চয়তায় ভরপুর! যে আপনাকে সবকিছু ভালোই হবে নিশ্চয়তা দিচ্ছে আপনি নিশ্চিত থাকুন সে আপনার কাছে কিছু বিক্রি করছে, হোক সেটা অর্থের বিনিময়ে কিংবা আপনার থেকে গুরুত্বলাভের বিনিময়ে!
.
একটা কথা অস্বীকার করার উপায় নেই, আপনি সন্তান জন্ম দিয়ে তাকে দুঃখ থেকে আগলে রাখার চেষ্টা করা আসলে সন্তানকে যন্ত্রণার আগুনে ফেলে তার যন্ত্রণা কমানোর বৃথা/অনিশ্চিত চেষ্টা! এর চেয়ে কি সন্তানকে যন্ত্রণার আগুনে না ফেলার কথা ভাবাই উত্তম নয়?

লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top