নারীতেই জন্ম আমার,নারীতেই শেষ।

এক জন্মদানবিরোধী
0



হে জীবন দাতা, শোনো তোমায় বলছি,
তোমার দুনিয়ার প্রতি বীতশ্রদ্ধ হচ্ছি,
আমি এখানে বেঁচে থেকেও মরে যাচ্ছি!
.
রাত কাটছে না, দিনগুলোও যাচ্ছে না,
এমন ক্ষত দিলে, কিছুতেই মিটছে না!
মন অস্থির হচ্ছে, চোখে কিছু দেখছি না,
যেন কেউ যাদু করেছে, দুঃখ যাচ্ছেই না!
.
বিনা অপরাধেই তুমি আমার সুখ কেড়ে নিলে,
জীবিত রাখলে যদিও, তবে 'জীবন' কেড়ে নিলে,
কত আর চুপ রবো যখন হৃদয়টাকে রক্তাক্ত করলে,
কেন স্পষ্ট করে বলবো না, তুমি আমার খুশি দেখে ভয় পেয়ে গেলে!'
.
 মূল: শাকীল বদায়ুনি


লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top