সিলেনাস ও জন্মদানবিরোধ

এক জন্মদানবিরোধী
0



 কিং মিডাসের গল্প জানে না এমন লোক খুব কমই আছে। কিং মিডাস 'গোল্ডেন টাচ' বা স্পর্শের মাধ্যমে সবকিছুকে স্বর্ণে পরিণত করার ক্ষমতা পেয়েছিল গ্রীক মিথোলজির ওয়াইন গড ডায়োনিসাসের মাধ্যমে। আর সেটা পেয়েছিলো জ্ঞানী সিলেনাসকে আশ্রয়, আপ্যায়ন ও ফিরিয়ে দেয়ার জন্য। এই জ্ঞানী সিলেনাসের কাছে যখন কিং মিডাস জানতে চেয়েছিলো মানুষের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত কি? প্রথমে এর জবাব দিতে অস্বীকৃতি জানানো সিলেনাস বলেছিলেন, আমাকে কেন এমন বিষয় বলতে বাধ্য করছো যা না জানাই উত্তম, কেননা যে নিজের দূর্ভাগ্য সম্পর্কে জানেনা সে কম দুশ্চিন্তা করে বাঁচতে পারে। 

কিন্তু 

মানুষের জন্য সবচেয়ে উত্তম হলো কখনো জন্মই না নেয়া, অস্তিত্বেই না আসা, নারী পুরুষ কেউই প্রকৃতির জন্মদান পরম্পরায় অংশ না নেয়া, এমনটাই বাছাই করা উচিত ছিলো যদি মানুষকে বাছাই করার সুযোগ দেয়া হতো আর এরপরে সবচেয়ে উত্তম হচ্ছে জন্ম নেয়ার পর যত দ্রুত সম্ভব মারা যাওয়া। 

.

এরিস্টটল অবশ্য তার লেখায় এ মিথোলজির উল্লেখের পাশাপাশি এটাও বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষও ধরে নিতে পারে যে তার আগে মারা গিয়েছে সে অবশ্যই সবচেয়ে সুখী, কেননা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম!

.

আমরা যেহেতু জন্ম নিয়েছি, তাই জন্ম না নেয়ার সবচেয়ে উত্তম বিকল্প আমাদের ছিলো না কিন্তু প্রকৃতির জন্মদান পরম্পরায় অংশ না নেয়ার বিকল্প আমাদের হাতে আছে।

.

নীৎসে তার 'বার্থ অব ট্র্যাজেডি'তে জ্ঞানী সিলেনাসের এই ঘটনাটি এনেছেন এবং খুব সম্ভবত বলতে চেয়েছেন গ্রীকরা অতি সংবেদনশীল জাতি ছিলো বলে যন্ত্রণাভোগের দ্রুত সমাধান খুঁজতো, আর তখন যুদ্ধ, রোগ-বালাই, অনিরাপত্তার জন্য গ্রীকরা সবসময় অনিশ্চয়তায় ভুগতো! (কিন্তু অনিশ্চয়তা ও যন্ত্রণা কোন জাতি, কোন যুগে এড়াতে পেরেছে?) নিৎসে ডায়োনিসাসের আলোচনায় বলেছেন এই বিশৃঙ্খলার মাঝেই নিজেকে ভুলে অস্তিত্বের যন্ত্রণা অতিক্রম করতে হবে। যদি সেভাবে অস্তিত্বের যন্ত্রণা অতিক্রম আদৌ সম্ভব হয়ও, তবুও সেটা অস্তিত্বহীনতা, জন্ম না নেয়া, জন্ম না দেয়া কিংবা দ্রুত মরে যাওয়ার চেয়ে উত্তম কি?


লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top