উদ্ধৃতি

কাউকে হত্যা করা যদি অপরাধ হয় তবে কাউকে জন্ম দেওয়া কেন অপরাধ হবে না ?
-


জন্ম সকল যন্ত্রণার মূল; যার অবসান কেবল মৃত্যুতেই। 
জন্মদান কোন মহৎ কর্ম নয়।
-



প্রশ্ন আমি করিতে চাহি
জনক জননীরে-
কেন এনেছ পৃথিবীতে মোরে?
বলেছিকি আমি করজোড় করে?
খেতে যদি দিতে
নাহি পার তবে,
জন্ম দিওনা কভু।
জন্ম দিয়ে বলনা আমায়
জন্ম দিয়েছে প্রভু।
-


 

যে পৃথিবী আপনার বসবাসের অনুকূলে না
সে পৃথিবীতে আপনি অন্য কাউকে কেন আনছেন?
-


 

পারো না খেতে দিতে
তবে কেন যাও বাচ্চা নিতে ? 
খোদা বলে, বাচ্চা নাও বেশি বেশি
রিযিক দেব আমি রাশি রাশি
অনাহারে মরে নারী পুরুষ শিশু
খোদা বলে, জানি না আমি তো কিছু।
-


 

অ্যান্টিন্যাটালিস্ট হবার পর থেকে আমি সচরাচর কাউকে শুভ জন্মদিন বলি না। 
-

 

মানুষের জীবন কখনোই সুন্দর না।সুন্দর হলে তারা স্থির হয়ে যেত। সেটাকে উপভোগ করতো।
 
জীবনের দিকে তাকালে আমরা শুধু দেখি মানুষ সুখের পিছে দৌঁড়াচ্ছে। আর প্রাণী জগতে মানুষই একমাত্র প্রাণী যার বিনোদনের দরকার পরে।মানে মানুষের জীবন কতটা বিভীষিকাময়,কতটা নিরস।
-

 

পাঠশালায় কি শিক্ষাদান করা হয় তা-সহপাঠীর প্রতি সহপাঠীর মনোভাবে দৃশ্যমান হয়।
এখানে সবি শুধু জয়ী হয়ে রাজত্ব করতে চায়।দমন-পীড়ন,সহানুভূতির মিশ্রণে রাজত্বের মূল।
যেখানে শিক্ষার্থী,শিক্ষার্থীর উপর আক্রমণ,আগ্রাসন,হানাহানিতে আনন্দ পায়,উৎসবে মেতে উঠে-সেখানে পাঠশালা কি পাঠ দেন তা ভাবনার বিষয় নয় কি ?
সারাবিশ্ব এখনো বর্বর,অশিক্ষিত কেননা তারা এখনো একে অপর থেকে নিরপত্তার জন্য তৈরি হয়,একে অপরকে সাথে নিয়ে না,একে অপরকে ছাড়িয়ে শুধু নিজে প্রভু বনতে চায়।
আসলে সব রাষ্ট্রের মনোভাবই পেটি বুর্জোয়ার ন্যায়।
-

 

মৃত্যু অলঙ্ঘনীয় সত্য।এটাকে নিয়ে চর্চা করে ভীতিপ্রদর্শন,সহানুভূতির আবেদন,খোঁচা মারা এক প্রকার ধান্ধাবাজি।
এরচেয়ে বরং জন্মদানবিরোধের কথা বলুন,জন্মকে না বলুন।
পৃথিবীতে যত সমস্যা মানুষের জন্মের মাধ্যমে ছড়িয়েছে।মৃত্যুকে প্রতিহত করা না গেলেও,জন্মকে কিন্তু প্রতিহত করা যায়।
যদি আপনার হৃদয় মানুষের মৃত্যুতে ব্যথিত হয়,যদি সত্যি-ই কারো মৃত্যু আপনাকে ভেঙে ফেলে-তাহলে জন্মদান বন্ধ করে,ভবিষ্যৎ মৃত্যু বন্ধ করুন।
-

 

বিজ্ঞান দিয়ে যারা পৃথিবী সুন্দর করতে চেয়েছিল,চায়!বিজ্ঞান নাকি মানুষের জন্য কল্যাণকর ?
মানুষের জন্য কল্যাণকর এবং পৃথিবীকে সুন্দর করার জন্য প্রয়োজন "জন্মদানবিরোধিতা"।
জন্মদানকে না বলুন।
-

 

মানুষ?
সেতো এক আজব প্রকৃতির স্থলচর মাত্র।
আর নয় জন্মদান, জন্মদানকে না বলুন।
-

 

জন্ম থেকে একটা শিশু (বেশিরভাগ) যে পরিমাণ পেটানি খায় সে পরিমাণ চকলেট ও খায় না।
দেখুন যখন কোন স্বামী তার স্ত্রী কে প্রহর করে তখন তার স্ত্রী চাইলে তার নামে মামলা করতে পারে,
এবং এর শাস্তি ও হয়, একটা অবুজ শিশুকে প্রহর করলে কেন পিতামাতা শাস্তি পান না?
-

 

আমরা একটা অকল্পনীয় শূন্যতা থেকে এসেছি।
আমরা এমন কিছুতে কিছুক্ষণ থাকি যা সমানভাবে অকল্পনীয় বলে মনে হয় শুধুমাত্র আবার অকল্পনীয় শূন্যতায় বিলীন হয়ে যাওয়ার জন্য।
-পিটার ওয়েসেল জ্যাপফে
-

 

মানবতা যদি বাচিয়েই রাখতে হয় তবে আপনার আশে পাশে এমন হাজার হাজার শিশু না খেয়ে মরছে, শিক্ষা উপকরণ পাচ্ছে না,
টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না তাদের প্রতি মানবতা দেখান,
নতুন কাউকে এনে কেন তার প্রতি অবিচার করবেন!
কেন নিজের দায় বৃদ্ধি করবেন?
-

 

এই পৃথিবীতে জন্ম না নেওয়ার চেয়ে বড় পরিত্রাণ আর নেই।
-

 

নিজের অপরাধ কে বৈধতা দেওয়ার জন্য অন্যের অপরাধ এর গুনগান।
-

 

ওই পারে ছিলে ভালো এই পারে কেন আনিলো!
-

 

পিতামাতা
তোমরা সত্যি ই কি আমাকে ভালোবাসো!
তবে কেন তোমরা আমার কষ্ট বুঝতে পারো না,
যদি আমার কষ্ট ই না বুঝতে পারো তবে সেটা ভালোবাসা হয় কিভাবে?
তবে কি তোমাদের ভালোবাসা ও প্রচলিত ধর্মের মত সাজানো গল্প!
ইতি
তোমার যন্ত্রণা ভোগকারী সন্তান।
-

 

পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ মারা গেছেন তাদের জীবনের অর্থ কি?
-

 

সন্তান জন্মদান কি প্রাকৃতিক ?

না

মানুষ সংবেদনশীল প্রাণী, মানুষ অভিজ্ঞতা সম্পন্ন,এবং অনুভূতি আছে, মানুষ পরিকল্পনা করেই সন্তান জন্ম দেয় এখানে প্রকৃতির কোন হাত নেই।
-

 

মা : তোকে দশ মাস পেটে রাখলাম তুই আমার কষ্টটা বুঝলি না বাবা

সন্তান : তুমি এটা কি বুঝো মা আমি যে কটা বছর বেচে থাকবো ঠিক ততটা বছর ভুগতেই থাকবো" দাশত্ব, অসুখ, যন্ত্রণা ।
-

 

সুখী সে যে অন্ধকারে হারিয়ে গেছে,
অথবা যে এখনও এই সূর্যের আলো দেখেনি।
-

 

পৃথিবীর সব চেয়ে মজার জোকসটা হইলো
'জীবন সুন্দর'
-

 

কোন মানুষ যদি অস্তিত্বের মধ্যে না আসেন তবে সেটা তার জন্য কোন ক্ষতি হয় না, কিন্তু কেউ অস্তিত্ব পেলে সেটা তার জন্য মারাত্মক ক্ষতিকর।
-

 

সব মা- বাবাই জীবনের অপূর্ণতা সন্তানের মাধ্যমে পরিপূর্ণ করতে চান।
-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top