কুৎসিত খেলা

এক জন্মদানবিরোধী
0

 




কি এক ভয়াবহ বীভৎস খেলায় মেতে আছি আমরা সবাই। একটা প্রাণের জীবন খেয়ে অন্য একটা প্রাণ বেচে থাকে ! একটা প্রাণ বেঁচে থাকতে হলে অন্য একটা প্রাণকে মরতেই হয় । কেউ (স্রষ্টা) কি রকম হিংস্র হলে এই রকম একটা  বীভৎস মৃত্যু মৃত্যু খেলার  আয়োজন করতে পারে ?

হোয়াট অ্যা স্যাডিস্ট বাস্টার্ড......!

আর আপনিও কি এর আয়োজক নন ??
আপনিও কি নিরীহ প্রাণীদের ওপর অমানবিক  নির্যাতন করার অন্য আরেকজনকে এই দুঃখ স্রোতের পৃথিবীতে  নিয়ে আসছেন না ??
প্রশ্ন করুন নিজেকে...
অথচ আপনি কেন ??  পৃথিবীর কোন মা-বাবা-ই চায় না যে তাদের সন্তান দুর্বিষহ বীভৎস দুর্ভোগ দুর্দশার জীবন যাপন করুক কিংবা কেউ তাদের সন্তানকে এই অভিশাপ দেক...
কিন্তু তারা এটা বুঝতে চায় না যে কাউকে জন্ম দেওয়ার মতো এতো বড় কঠিন অভিশাপ ঐ সন্তানের কাছে এর থেকে বড় আর কিছুই হতে পারে না....
পারে কি...??
আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকি ; 
সন্তানের মা-বাবা হওয়ায় তারা আনন্দে আত্মহারা হয়ে যায় ।
অথচ তাদের অপরাধ বোধ অনুভব করার কথা ছিলো...

পৃথিবীর প্রতিটি গ্রাম-শহরের বুকে  অলিতে-গলিতে ছাঁদহীন অবহেলায় বেড়ে উঠছে যে শিশু, কংক্রিটের বুকে উদলা ঘুমাচ্ছে যে শিশু,
ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আপনার দিকে বারবার শূন্য হাত বাড়াচ্ছে যে শিশু,
কলকারখানা, ইটভাটার উত্তাপে পুড়ছে যে শিশু,
ওরা কি সন্তান নয় ? নতুন কাউকে জন্ম দেওয়ার চেয়ে ঐ শিশুদের হাসিমুখ ফিরিয়ে দেওয়া কি অধিক মানবিক নয় ?
আর প্রাণীকুল ?? এতো মূলত
এক মায়ের সন্তানের রক্ত-মাংস খেয়ে বেড়ে উঠা অন্য আরেক মায়ের সন্তান !
এই যে ওরা সবাই আপনাদের ভয়ে শুধু অবিরত  তিরতির করে কাঁপছে, শুধু তিরতির করে কাঁপছে...

                                                      🌻লিখেছেন : জয়ন্ত দাস🌻

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top