বিষ

এক জন্মদানবিরোধী
0



বাতাসে বিষ!

সমাজের বিষ!

সভ্যতার বিষ!

প্রতিটি নিঃশ্বাসেই যেন বিষ আর বিষ।

এই ধরনীতে সূর্যের কিরন রশ্মিতেও বিষ 

আবার অন্ধকারেও বিষ।

এই পৃথিবীতে প্রতিনিয়ত চলছে বিষাক্ত পোকাদের অসুস্থ প্রতিযোগিতা। 

সেরা হওয়ার প্রতিযোগিতা! 

সভ্যতার বিকাশের প্রতিযোগিতা! 

আর তাই, এই প্রতিযোগিতাকে আরো সুদীর্ঘ ও শক্তিশালী করতে সজ্ঞানে,অজ্ঞানে,বুঝে,না বুঝে চলছে জন্মদান।

আহ!সে কি বিভৎসতা!

নতুন আরেকটি প্রানের সৃষ্টি!

অতঃপর বিষাক্ত জগতে সুদীর্ঘ জীবন পাড়ি দেওয়ার অভিযান শুরু। 

এর শেষ কবে?

কোথায়?

জানা নেই।

একটি প্রানের জন্ম দেওয়া মানে নিজের ভেতরের পশুত্বকে প্রতিষ্ঠিত করা।

তাই এই পশুদের মেলায় আর কোনো নতুন পশুর জন্ম দেবেন না।জন্ম নেওয়াটা আমাদের হাতে না থাকলেও জন্ম দেওয়াটা আমাদেরই হাতে। এই বিষাক্ত পৃথিবীর স্বাদ তো আমরা গ্রহন করেছি।

আর তাই,জন্ম নিয়েছি বলে জন্ম দেবো না।

এই হোক আমাদের ব্রত। 




লিখেছেন : 🌷ফাতেমা ইসলাম🌷








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top