মসদ্ধার

এক জন্মদানবিরোধী
0


.

একটা জীবনের জন্ম দেয়া কি এতই তুচ্ছ ব্যাপার? আপনি জন্ম দেয়ার মাধ্যমে একজন অনুভূতিশীল মানুষকে জীবন চাপিয়ে দিচ্ছেন। এই চাপানো জীবন যে সবসময় তার জন্য সহজ, সুন্দর বা পছন্দের হবে এমন নয়! আপনার অনেক ধন-সম্পদ, রাজত্ব থাকলেও যদি সেসব সন্তানের জন্য মানসিক শান্তির নিশ্চয়তা দিতে পারতো, তাহলে হয়তো সিদ্ধার্থ (গৌতমবুদ্ধ) গৃহত্যাগ করতো না! সবচেয়ে ভালো পরিবেশও যখন একজন মানুষকে শান্তির নিশ্চয়তা দিতে পারে না, তখন খারাপ পরিবেশে কি ভয়াবহ অবস্থা হতে পারে সেটা ভাবা উচিত নয় কি?

.

আমি আমার দেশের অবস্থাই বিবেচনা করি! তৃতীয় বিশ্বের দূর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে পরিপূর্ণ এ দেশে যেখানে সমাজ শোষক আর শোষিতে বিভক্ত, সেখানে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তান শোষক কিংবা শোষিত কোনোটাই হোক! একটা প্রশ্ন করি, আপনার ছোটবেলায় কি হতে চেয়েছেন সেটা যদি লিখে রাখতেন আর আজ কি হতে পেরেছেন সেটা যদি মিলিয়ে দেখেন, তাহলে প্রত্যাশা আর প্রাপ্তিতে কতোটা মিল খুঁজে পাবেন? আপনি যদি ব্যর্থদের তালিকায় থাকেন তাহলে প্রত্যাশা আর প্রাপ্তিতে আকাশ-পাতাল তফাত খুঁজে পাবেন আর যদি সফলদের তালিকায়ও থাকেন পরিপূর্ণ সৎভাবে বলতে পারবেন না আপনার এই সমাজব্যবস্থার প্রতি কোনো অভিযোগ নেই! তাহলে, আমরা কেন আমাদের নতুন প্রজন্মকে জন্ম দেয়ার আগে এই সমাজব্যবস্থা পরিবর্তন করছি না? যদি সমাজব্যবস্থা পরিবর্তন আমাদের অসম্ভব মনে হয়, তাহলে কেন নিজেদের ব্যর্থতার ফলে এমন একটি সমাজব্যবস্থায় একটি সন্তানকে আনবো যে সমাজব্যবস্থা নিয়ে আমি নিজেই হতাশ?

.

জীবনবোধের সাথে সম্পর্কহীন শিক্ষাব্যবস্থা, একটা মেয়ের জন্য অনিরাপদ শৈশব, সর্বত্র অনিয়ম, মৌলিক অধিকার হতে বঞ্চনা, অন্যের ক্ষতি না করে সৎভাবে পর্যাপ্ত অর্থ উপার্জন ব্যবস্থার অভাব, অযৌক্তিক ধর্মের দাদাগিরিসহ অনেককিছুই এ সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশুর উপর চাপানো হচ্ছে যা নিয়ে জন্মদাতা মানুষগুলোও বিরক্ত, হতাশ! আগেই বলেছি এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর আগে আপনি সন্তান জন্ম দেয়ার কথা ভাবারও নৈতিক অধিকার রাখেন না!


লিখেছেন : 🌹Shams Arko🌹 

শামস অর্কের ব্লগ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top