জুয়া

এক জন্মদানবিরোধী
0

 পৃথিবীর সব মা-বাবা চায় সংসারে সুস্থ শিশুর আগমন হোক। কিন্তু সবার স্বপ্ন সফল হয় না। প্রতি ৩০টি বাচ্চার মধ্যে ১টি বাচ্চা কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। কোনো কোনো বাচ্চা শারীরিক বা গঠনগত ত্রুটি নিয়ে জন্মায় আবার কোনো বাচ্চা জেনেটিক বা ডিএনএজনিত ত্রুটি নিয়ে জন্মায়। শারীরিক বা গঠনগত ত্রুটির কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা থাকলেও বেশিরভাগ জেনেটিক ত্রুটির চিকিৎসা নেই বা থাকলেও অত্যন্ত ব্যয়বহুল এবং অসম্পূর্ণ। দেশ ও জাতিভেদে জন্মগত ত্রুটির ধরন ও কারণ ভিন্ন ভিন্ন হতে পারে। অনেক সময় মা-বাবা জেনেটিক রোগের বাহক হলে তাদের সন্তান উক্ত জেনেটিক রোগ নিয়ে জন্মায়।

তাহলে কেন কারো জীবনের ঝুঁকি নেবেন যেখানে আপনি আপনার সন্তানের সুখের নিশ্চয়তা দিতে পারবেন না?

কেন তাদের চির শান্তির ঘুম নষ্ট করবেন?

এখানে এনে তাদের বিরক্ত করবেন না।

নিঃসন্তান থাকুন এবং কোনো অপরাধবোধ ছাড়াই আপনার জীবন উপভোগ করুন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=( ঠিক আছে ) #days=(20)

এই ওয়েবসাইটটি / মোবাইল অ্যাপ 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য নয়
Accept !
To Top